আপনা থেকেই বলে উঠে দুঃখ মনের কষ্ট,
মনে পড়ে, যায় না ভোলা সময় যখন নষ্ট।
হৃদয় পটে দিনে-রাতে
দুঃখগুলো সাথে-সাথে,
ভালোর সঙ্গ সাঙ্গ করে করবে পথভ্রষ্ট।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৪ আশ্বিন ১৪৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৩