ধৈর্য্য ধরে লেগে থাকো আসবে নিশ্চয় জয়
হার না মানা লোকেরিই তো, হয়না যে আর ক্ষয়।
ভয় পেয়োনা দেখলে বিপদ সাহস মনে রেখো
কেউ না থাকুক সঙ্গে তোমার আল্লাহ-ই নাম ডাকো।
তোমার-ই সব দেখছেন তিঁনি ভালো কিবা মন্দ
এক মনেতে স্মরণ করো রেখোনা তো দ্বন্দ্ব ।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ শ্রাবণ ১৪৩০, ১০ আগস্ট ২০২৩