#সত্য প্রেমের...
খাঁটি প্রেমের যায় না দেখা এখন সবই ধোঁকা,
ঘুমে রাখে প্রেমিক মানুষ দেখতে যেমন বোকা।
এতো নকল চারিদিকে
আসল গুলো লাগে ফিকে,
সত্য প্রেমের না পাই দেখা; থাকবে জীবন রোখা।

#অবশেষে শূন্য
সব চেয় বড় প্রেম যেখানে বাকী সবই তুচ্ছ,
এক নামেরই যিকির যপে হচ্ছে মানুষ নিঃস্ব।
অন্ধ বিশ্বাস প্রেমের মানুষ
ধোঁকা খেলেই আসে যে হুঁশ,
অবশেষে শূন্য বুকে কাঁদে সারা বিশ্ব।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১০ কার্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩