মিথ্যের জোরে সত্য আজি খাচ্ছে বিশ্বে মার,
নিজের মতো আখের গোছায় লুটছে পাচ্ছে যার।
দুর্বলেরে করতে দুর্বল দেখায় শক্তি পেশী,
মিথ্যে বলা মানুষেরাই পায় যে ভক্তি বেশি।
সত্য বলার অপরাধে কতো মৃত্যুদণ্ড,
দখল নিলো রাজ্য সারা এক হয়ে সব মন্দ।
শুক্রবার, , দাম্মাম, সৌদিআরব
১৭ ভাদ্র ১৪৩০, ০১ সেপ্টেম্বর ২০২৩