#সস্তা মানুষ
সোনার বাংলা লুটছে যে আজ উন্নয়নের নামে,
সস্তা শুধু মানুষগুলো দেশ বেচে চড়া দামে।
পাঁচ বছরের ক্ষমতার জোর
দখল করে ঘুরায় যে মোড়,
বিন দেশে যার বাড়ী-গাড়ী; দেশ বাজাতে নামে।

#জেলখানা
সত্য এখন বলতে মানা সবার এটা জানা,
মিথ্যের জোরে দখলে সব করছে হানা-হানা।
চুপ করে সব সত্যবাদী
ফাঁসছে যারা আসল বাদী,
আসামী আজ মুক্ত স্বাধীন বাদীর বাস জেলখানা।

#হবেই ভোর
সত্য আজি খাচ্ছে যে মার মিথ্যের চলে জোর,
ভালো মানুষ লোক আড়ালে বাজে মন্দের শোর।
বিপদ আসে দ্রুত তেড়ে
অভাগার যায় দুঃখ বেড়ে,
মন্দের ভিড়ে ভালোর খোঁজে হবে হবেই ভোর।

শনিবার, , দাম্মাম, সৌদিআরব
০৮ আশ্বিন ১৪৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩