#স্বর্গধামে
এইতো আছি ভালোই আমি ভুলে তোমার কথা,
বেশ তো বাঁচি সুখে দামী, দোলে না আর মাথা।
তোমার দেয়া কান্নাগুলো
জয় করে আজ দুঃখ ভুলো,
সুখেই আছি স্বর্গ ধামে ভুলে সকল ব্যথা।
#পড়ছে মনে বারে-বার
যে পথে পা বাড়ালে আজ হয়ে গেলে দূর,
চলে গেছো অনেক দূরে তবু তোমার সুর।
ভুলতে গিয়ে অনেক বার
পড়ছে মনে বারে-বার,
মিশে আছো হৃদয় মাঝে স্মৃতিতে মধুর।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ আশ্বিন ১৪৩০, ২১ সেপ্টেম্বর ২০২৩