কেমন তোমার ধর্ম-কর্ম কেমন তোমার জীবন?
কোন মোহে আর কোন ভাবনায় ডাকছো যে রোজ মরণ।
বেঁধে দেয়া সময় যখন-
অকারণে শেষ হয় তখন!
কান্নার বেশে বেলা শেষে শূন্য জীবন ধারণ।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
১৪ কার্তিক ১৪৩০, ৩০ অক্টোবর ২০২৩