আকাশ ভয়ে নীরব হয়ে বদলেছে তার রঙ,
আঁধার কালো ছায়া ঢালো সেজেছে সে সঙ।
কোন মোহ কোন মায়ার ফলে
ডুব দিয়ে যায় লোনা জলে,
ভুলছে মানুষ মানবতা ধরছে ভালোর ঢং ।

দাম্মাম, সৌদিআরব, রবিবার
২২ শ্রাবণ ১৪৩০, ০৬ আগস্ট ২০২৩