#সুন্দরের পূজা
সুন্দরের-ই করছে পূজা সবাই যুগে-যুগে,
দেখতে কালো মনটা ভালো তার পরাজয় আগে।
প্রচার-প্রসার সুন্দরের হয়
লোক আড়ালে কালো যে রয়,
রঙের খেলায় কালোরাই সব দুঃখ-কষ্ট ভোগে।

#বিপদ দিনে
যাদের জন্য জীবন বাজী তারাই যাবে ভুলে,
বিপদ তোমার আসবে যখন সবাই যাবে চলে।
সুখে পাবে হাজার সঙ্গী
দুঃখে বদল বাচনভঙ্গি,
আপন কে পর বুঝবে তখন সম্পর্ক চাল দোলে।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১২ আশ্বিন ১৪৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৩