#সোনার বাংলা
দেখতে যদি নীল ঐ আকাশ মিষ্টি মধুর বায়ু,
মসৃণ হতো জীবন তোমার বেড়ে যেতো আয়ু।
যে মাটিতে সোনা ফলে-
পাখির বিষ্ঠায় ফলন ফোলে,
রূপসী এই সোনার বাংলা উর্বরতার পরমায়ু।
#আকাল
দিনে-দিনে লোপাট ভাষা প্রতিবাদে শব্দ আকাল,
মন্দ দেখে চুপ থাকলেই থাকবে ভালো আগামীকাল।
হচ্ছে যে লুট স্বপ্ন সবার
মিষ্টি সুরে দেখছি আবার,
ভুলে গিয়ে মানবতা দেশও জাতির করেছি কঙ্কাল।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২২ কার্তিক ১৪৩০, ০৭ নভেম্বর ২০২৩