হাতের কাছেই হাত বাড়ালে পাবে স্বর্গ খুঁজে
ভালো-মন্দ তোমার কাছেই পারলে নিতে বুঝে ।
"সাদা-কালো পাশা-পাশি
পাপ আর পুণ্যে রেষারেষি"
কোন পথে পা বাড়াও তুমি বাড়াও বুঝেসুঝে ।
মানুষ মাঝেই স্বর্গ খুঁজে নরক পেয়ে যাই
নামেই শুধুই রয়ে গেছে নেই মানবতাই ।
"নিজের মাঝেই ডুবে মানুষ
হারালো সে ক'বেই যে হুঁশ"
নানা রঙ্গে করছে যে ঢং মানুষ কোথায় পাই ।
২১ জুলাই ২০১৯