ধর্ম তোমার কর্মে প্রকাশ সঠিক পথে চলো,
মিথ্যে থেকে যোজন দূরে সত্য শুধুই বলো।
*
নিজকে উজাড় প্রভুর তরে মনে পরম ভক্তি,
সর্বশ্রেষ্ঠ একেশ্বর সব চেয়ে বেশি শক্তি।
*
স্রষ্টা র'বের সৃষ্টি দেখে মুগ্ধ বিমোহিত,
বিচিত্র এই ধরণী মাঝে সব করে মোহিত।
*
ধর্ম শেখায় শিষ্টাচার আর ধৈর্য সহ্য নম্রতা,
কোমল মনে আত্মশুদ্ধি পরোপকার ভদ্রতা।
*
চিরায়ত বাণী মানুষ সত্য এবং শ্রেষ্ঠ,
স্রষ্টার সেরা সৃষ্টি মানব! মনুষ্যত্ব ন্যস্ত।
*
মানবতার বাণী নিয়ে প্রেম করো সর্ব জীবে,
স্রষ্টা সৃষ্টির সেবা দানে; জান্নাত শেষে দিবে।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ ভাদ্র ১৪৩০, ১০ সেপ্টেম্বর ২০২৩