দূরেই যদি যাবেই চলে কাছে কেনো এলে?
দুঃখ যখন দেবেই সখি সুখ কেনো দেখালে।
তোমার দেয়া ব্যথার খেয়া
সয়ে নেয়া গভীর ধেয়া,
কান্না আমার সাথী করে সুখটা নিয়ে গেলে।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৪ কার্তিক ১৪৩০, ৩০ অক্টোবর ২০২৩

ধেয়া- স্মরণ করা, ধ্যান করা, চিন্তা।