#সুখের লাগি
ভালোবাসার মানুষগুলো থাকলে পাশে সুখে,
দূরে গেলে কাঁদে যে মন -শূন্যতারই দুঃখে।
এক মনে দুই ভিন্ন দেহ
দু'জন কাঁদি দুঃখে কেহ,
সুখের লাগি জীবন জাগি কে যে এই রণ রুখে।
#ব্যথার বোধন
কান্নার যখন হয় পরিচয় যায় না ছেড়ে আর,
মিশে থাকে জীবন বাঁকে দোষ দেবো যে কার?
ভাগ্যে যদি দুঃখই থাকে?
সুখ কি আর এই কপাল মাখে,
ব্যথার বোধন সারা জীবন আসবে বারে বার।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৬ অগ্রহায়ণ ১৪৩০, ২১ নভেম্বর ২০২৩