#সুখের চাবি
কান্না গুলোর যুদ্ধ চলে কে জ্বলাবে বেশি,
দুঃখগুলো হাহাকারে কষ্ট রাশি-রাশি।
হাসি মাখা মুখের ছবি
দেখতে পাবি সুখের চাবি,
ব্যথা গুলো দূর পালালে হবে তবেই সুখী।

#সৎ পথে রথ
সাজতে জীবন সবুজ-শ্যামল ঘাসে ভরা মাঠ,
সুখের দেখায় জীবন রেখায় বাস্তবতার পাঠ।
খেটে খাওয়া মানুষ সুখে
চেটে যাওয়া কু*কু*র দুখে,
সৎ পথে রথ মুছে যে ক্ষত পাবে খুঁজে ঘাট।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৬ অগ্রহায়ণ ১৪৩০, ২১ নভেম্বর ২০২৩