নেই অভিযোগ কোন, করবো না অভিমান,
অভিযানে চলেই যাবো হিসেব করে সমান।
সাজুক তোমার বিশ্ব ফুলে
আমি না হয় যাচ্ছি কূলে,
সুখে থাকো ভুলে আমায় তুমিই বড় ধীমান্‌।

বৃহস্পতিবার, দাম্মাম সৌদিআরব,
০৩ কার্তিক ১৪৩০, ১৯ অক্টোবর ২০২৩

ধীমান্‌ - বুদ্ধিমান, জ্ঞানী।