ঘুমন্ত মন জাগাতে রোজ চলছে বড্ড বোধন,
পড়ন্ত দিন রাঙ্গাতে আজ লক্ষ লোকের রোদন।
যা ছিলো তোর গর্ব করার-
অতীতই যার ইতিহাস আর,
কোন মোহে কোন মায়ায় পড়ে! ভুলে গেছিস শোধন?
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ আশ্বিন ১৪৩০, ০৮ অক্টোবর ২০২৩
অর্থ-
বোধন- বোধ-সম্পাদন, জাগানো, উদ্ভোদন, উদ্দীপন।
রোদন- ক্রন্দন, কান্না।
শোধন- নির্মল করণ, সংস্কার, ভুল দূরীকরণ, পরিশোধ।