#সুখ যদি চাও
সুখ যদি চাও পেতে তুমি দাও আগে সুখ ছোঁয়া,
যতন করে রতন রেখো যায় না যেনো খোয়া।
উজাড় করে হৃদয় ঘরে-
প্রেমের তরে কলসী ভরে,
ষোল-আনাই ভালোবাসা; নয়তো কভু পোয়া।

#প্রেমহীনা এই ধরণী
যার প্রেমময় মধুর জীবন তারাই আছে সুখে,
নেই দেখা নেই প্রেমের ছোঁয়া যারা বাঁচে দুঃখে।
বন্ধ করে চোখের পাতা
উপলব্ধি মনের ব্যথা,
প্রেমহীনা এই ধরণী মিছে; নাম জপে তার মুখে।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩