#সুখ-দুখ
সুখ দুঃখের এই লড়াই শেষে যায় জিতে যায় সুখ,
দুঃখ কয়দিন সুখের হাসি যায় যে ভরে বুক।
ধৈর্য ধরে চলতে র'বে-
সাহস বুকে রাখতে হবে,
অবশেষে জিত তোমারই দূর করে সব দুখ।
#অ ন ন্য
দেখতে দুঃখ অনেক বেশি বাস্তবে তা সামান্য,
মিথ্যে দূরে সত্য পথে জীবন বাণী মান্য।
ধৈর্য ধরে সহ্য করে
অশ্রু ব্যথায় জীবন গড়ে,
একটু কষ্টেই দূর হবে সব সাজবে জীবন অনন্য।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১১ আশ্বিন ১৪৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩