চার আনা দিন ছাত্র জীবন লেখা-পড়ায় বন্দী,
আট আনা দিন কাজে-কর্মে অর্থ আয়ের সন্ধি।
বারো আনা দিন ভাবনাতেই নিজেই প্রতিদ্বন্দ্বী,
যোল-আনা দিন বার্ধক্য বেঁচে থাকার ফন্দি।
বিশ আনা দিন ফেলে জীবন - হতো প্রতিবন্ধী।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩