#সুখের পাখি
অভিমানের বৃষ্টি জলে গোসল করো রোজ,
পাহাড় সম দুঃখ ভাণ্ডার রাখেনি কেউ খোঁজ।
একাই তুমি বেড়াও বয়ে
কষ্ট নামের জীবন ক্ষয়ে,
সুখের পাখি উপহারে - থাকছো যে অবুঝ।
#আবেগ গুলো
আবেগ গুলো বন্দি করে বিবেকের কারাগারে,
মনের আশা স্বপ্ন বাসা রোজ ঘুরে অন্ধকারে।
একটু আলোর আশা দিয়ে
- বেঁচে আছে স্বপ্ন নিয়ে,
দুঃখ জয়ের বিপুল আশায় ফিরছি বারে-বারে।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৮ আশ্বিন ১৪৩০, ০৩ অক্টোবর ২০২৩