মানুষ তুমি গর্ব করো মিছেই তোমার নাম
খুঁজবে না কেউ ভুলে যাবে র'বে না তো দাম।
সুখের লেভাস পড়ে তুমি করছো সুখের অভিনয়
সুখযে কি তা জেনেছো কি? না হয় কঠিন পরিণয় ।
হাসি মুখে করছো যে আজ দুঃখকে আড়াল
সুখের সামনে ইহা বড় বাধার এক দেয়াল ।
চোখ দুটুতেই জলের নদী দেখছে না তো ঢেউ
শতো কষ্ট বুকে বিঁধে দেখছে না তা কেউ ।
মনের ব্যথা মনেই মরে দেখবেনা কেউ সই
সুখের চাবি কোথায় আছে বলবে সে জন কই ?
২০১৯