যে যাবার সে যাবেই চলে আসবে না আর ফিরে
পাগল ও মন থাকো কেনো শুধু মিছেই তারে ঘিরে।

মন কে বলি চুপ থাকো তো - এইতো সুখ আসবেই,
আর কয়টা দিন বীজ বুনেছি, সুখের ফসল খেলবেই।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৪ আশ্বিন ১৪৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৩