জন্ম যখন এই পৃথিবীর নিশ্চয় হবে মৃত্যু,
ভালো-মন্দের হিসেব শেষে নতুন জীবন সত্য।
*
নিয়ম করেই আসলে ভবে যাওয়ার নিয়ম নাই,
আগ পরে সিরিয়াল ভেঙে ! আমরা চলে যাই ।
*
সময় যখন থমকে দাঁড়ায় জীবন হিসেব শূন্য
ভালো-মন্দের চলছে ধন্দে গড়ো জীবন পুণ্য।
*
ইচ্ছে কতো হাজার শত হয়না যে সব পূরণ,
বেঁধে দেয়া সময় হলে আসবেই শেষে মরণ ।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৫ ভাদ্র ১৪৩০, ২০ আগস্ট ২০২৩