#শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
ধর্ম নূরে কর্ম দেখাও ভালোবাসার আলো,
মানবতায় জীবন গড়ো দূর করে সব কালো।
সত্য পথে সদায় চলো
মিথ্যে নয় আর সত্য বলো,
শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তুমি স্রষ্টায় বাসবে ভালো।

#উপদেশ
শুদ্ধ কর্মে সুনাম বৃদ্ধি অপ কর্মে অবনতি,
বিপদ পাতে মুক্ত হস্তে! দ্রুত বাড়াও কর্ম গতি।
আপন ভাবো সর্বজনে
থেকো না তো অন্য মনে,
উপকারে আত্মনিয়োগ করো না তো কারো ক্ষতি।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
০৭ আশ্বিন ১৪৩০, ২২ সেপ্টেম্বর ২০২৩