#আঁধার ধরা
দুঃখ তোমার রাখবে কোথায় ঝুড়ি সবটাই ভরা,
কান্নাই শুধু পাবে সাথে চলছে সুখের খরা।
ব্যথার আগুন জ্বলে দ্বিগুণ
গুমরে মরে মনের ফাগুন,
রঙ্গীন দিনের সঙ্গী যখন দূরে আঁধার ধরা।

#ডেকে নিও
আমি যেমন দুঃখ লুকাই আছি বড় সুখে,
তুমিও কি তেমন করেই আছো সে অসুখে?
যাবে কেটে যাবে যে ঘোর
আসবে যখন কাঙ্ক্ষিত ভোর,
আলোর বেগে ভুলের আগে ডেকে নিও বুকে।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
৩১ আশ্বিন ১৪৩০, ১৬ অক্টোবর ২০২৩