#চাওয়া-পাওয়া
তোমার চাওয়া যতো হলে পূরণ করবে তখন কি?
জীবন কি আর সাজবে বলো পোলাও গোশত ভাতে ঘি।
চাওয়া যতো হয়না পূরণ থাকে অনেক বাকী,
সব পাওয়াতে পূর্ণতা নয়, জীবন জুড়ে ফাঁকি।
#জীবনবোধ
ভালো বলে ছিলো যারা হারালো যে দূরে তারা,
মন্দ রাজে কান্না বাজে আঁধার আকাশ জ্বলে তারা।
জীবনোবোধ আজ যাচ্ছে মরে করুণা সে মাগে,
স্বাদ আস্বাদ আজ ভুলে গেছে সবই তিতা লাগে।
মিষ্টিতে আজ মিঠা যে নেই লবনে নেই নোনতা
পিঁপড়া মারার ঔষধ ভেজাল জাগে যে উৎকণ্ঠা।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ভাদ্র ১৪৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩