যতোই দূরে যাবেই তুমি দুঃখ নেবে খোঁজে,
সুখের টানে ছুটছ প্রাণে সুখ যে তা না বুঝে?
কান্না তোমার আসবে জলে
অশ্রু বানে জীবন চলে,
কষ্ট সাথী চলার পথে ব্যথার দেখা রোজই।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৩ কার্তিক ১৪৩০, ০৮ নভেম্বর ২০২৩