#আর রোদন
কথাগুলো যায় ছুঁয়ে যায় তোমার প্রেমের আসন,
ডুবে থাকি দিবা-নিশি তোমার তরে ই ধসন ।
তোমায় ঘিরেই চলছে জীবন
ভাবনাতে সব তোমার স্বপন,
প্রেমের সাগর দেবো পারি থাকবে না আর রোদন।

#আস্থাবান্‌
প্রেম যদি হয় সুখের ছবি ব্যথা কিসের চিত্র ?
কান্না যখন অশ্রু হয়ে চোখের পানি বিচিত্র!
সুখের আশায় দুঃখে থাকে
আগাম আশে আজ না মাখে,
আস্থাবান্‌‌ এ সস্তা দামে ভাবে সবাই মিত্র।

#দেখতে যে তার ঠোঁটের হাসি
মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় মিষ্টি প্রেমের হাওয়া,
দিনে-রাতে থাকতে সাথে যেমন পাশে পাওয়া।
দেখতে যে তার ঠোঁটের হাসি
বারে-বারে ফিরে আসি,
ছোট-খাটো স্মৃতিগুলো করছে শুধুই ধাওয়া।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১০ কার্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩