#স্বার্থপর
আপন যারে ভাবো তুমি - সেও হবে পর,
সাজানো এই সুখের সংসার ভাঙ্গবে খেলাঘর।
সময় হলেই চলে যাবে--
এই পৃথিবী আর না পাবে,
ভালোবাসার মানুষগুলো হবে স্বার্থপর।
#আস্থাটা...
প্রেম যতোটা সুখের আবাস তেমন আছে দুঃখ,
অন্ধের মতো বাসলো ভালো একটা যে সে মূর্খ।
দু'জনে এক টানের বাঁধন
সম্বন্ধ আর হয় না রোধন,
সুখের সাগর জীবন জুড়ে আস্থাটা থাক মুখ্য।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৫ আশ্বিন ১৪৩০, ১০ অক্টোবর ২০২৩
রোধন শব্দের বাংলা অর্থ -বাধাদান, রুদ্ধ করা, রোধকারী, বাধাসৃষ্টি, রুদ্ধ বা রোধ করা রোধকারী,