জীবন ছন্দে চলছে ধন্দে ভালো মন্দের লড়াই,
ভালোরা আজ মরছে ধুকে মিছেই কথার বড়াই।
অর্থবহ হয়না জীবন যদি না রয় ভালোবাসা,
দুঃখ-সুখের জীবন তরি ঢেউয়ে ডুবে সর্বনাশা।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৭ কার্তিক ১৪৩০, ০২ নভেম্বর ২০২৩