#সারা জীবন
ভালো থাকা ভালোবাসা সয় না সবার জীবন,
দুঃখ নদীর জলের ঢেউয়ে ভাঙ্গছে কারো আঙ্গন।
পেতে দেখা সুখের রেখা
যায় না ঢাকা ভাগ্যে লেখা,
সারা জীবন কষ্ট করে; দুঃখ রইল আপন।

#প্রেমের কথা
হৃদয় রাঙ্গা আকুতি তাই কেনো শোন নি তুমি?
ভালোবাসার মিনতি তার দেখোনি দিবস-যামী।
আপন মনে ডুবে ছিলে
সুযোগ তারে না আর দিলে,
কেমন করে বলবে তোমায় প্রেমের কথা দামী।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৬ কার্তিক ১৪৩০, ০১ নভেম্বর ২০২৩