দেয় না তো কেউ সমাধান আর দেবেই শুধু যুক্তি,
কেউ বা আবার যুদ্ধ লাগায় দেবে যে কে মুক্তি?
বিবেক আবেগ বন্দি রেখে
অর্থের সাথে সন্ধি মেখে,
ধরছে বাজী জনতা পাজি; তবু ওদের ভক্তি।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৮ আশ্বিন ১৪৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩
উৎসর্গ-কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) মহোদয়'কে।