#সাধুর বেশ
ভালোর মুখোশ পড়ে ওরা ধরেছে বেশ সাধু,
মন কেঁড়ে নেয় মিষ্টি কথায় ছড়ায় মোহ যাদু।
ধোঁকা দেয়ার সনদ আছে
বোকার রাজে মানুষ নাচে,
দূর চলে যায় ওরা যখন থাকেনা আর মধু।
#দেবতা
দেখতে তারে যতি সুন্দর চেহারাতেই নুর,
আসলে কাছে অতি ভালো; মন্দ গেলে দূর।
মিষ্টি কথায় দৃষ্টি কাঁড়ে
বাক্য কটু সে না ঝাড়ে,
সাদা মানুষ দেবতা সে ভেতরটা তার খুর।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৭ কার্তিক ১৪৩০, ০২ নভেম্বর ২০২৩