যদিও বিরহের সুর তাতেই আছে নুর
সে দেখায় আলো নিয়ে যায় অনেক দূর।
যদিও কষ্টের ছবি অনেক আগে এঁকেছে রবি
সে শুধু স্মৃতি অনেক সুখেই কাটছে দিন, কবি।

সেই জীবনের লেখা কাব্য সতের বছর আগে
যাই এসেছে মনে তখন লিখেছি রাত জেগে।
কারো কথা ভেবে-ভেবে কাটতো তখন দিন,
সে কথাটি ভাবলে এখন বাড়ে জীবনের ঋণ।

চমক যখন লাগে চোখে যায় না বলা মুখে,
মুগ্ধ হয়েই দেখে নয়ন স্বাদ জাগে বুকে।

১৮ নভেম্বর ২০১৭