রক্তে কেনা স্বাধীন দেশে লুণ্ঠিত হয় মান
আর কতোদিন হে জনতা ভাঙ্গবে অভিমান?
আমার বলে নেইতো কিছু
সব দখলের নিচ্ছে পিছু,
মুক্তি ক'বে মিলবে দেশের? নয়তো কারো দান।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
২১ শ্রাবণ ১৪৩০, ০৫ আগস্ট ২০২৩