সুখের দেখা পাইবে যখন দুঃখ যাবে সরে
কান্নার বদল আসবে খুশি শান্তি র'বে ঘরে ।
কষ্টেরও দিন কেটে গিয়ে আসবে সুখের দিন
মন্দ যতো মনের ক্ষত - ভুলে বাজবে বীণ ।
আলোর পথে নামবে যখন দূর হবে সব আঁধার
ভাবনা যতো আসবে সুখের খুশি-ই চারিধার ।
সুখে থাকার চেষ্টা করেই করবে জীবন পাড়
আসবে যে সুখ জীবনে তার রুখে সাধ্য কার?
ইচ্ছে তোমার যতো গুলো সব হবে যে পূরণ
মনের বলে পূর্ণ হবে নেই যে কোন কারণ ।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
২৮ শ্রাবণ ১৪৩০, ১২ আগস্ট ২০২৩