মাথায় তুলে রাখবে তোমায় করবে শতো আয়োজন,
রাখবে খবর ভালো-মন্দ যতো দিন যার প্রয়োজন ।
দেখবে তাদের তোমার পাশে
দিবা-নিশি বসে আছে,
অবশেষে থাকবে তারাই যারা তোমার প্রিয়জন।

বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩