ভালোরা আজ কালোর ঘোরে জীবন অন্ধকার!
আলোর খোঁজে ক্লান্ত পথিক কে দেবে প্রতিকার?
একাই লড়ে নিঃস্ব মরে
সুখের প্রসাদ দুঃখে গড়ে,
কান্নার ভাগে ধোঁকাই খাবে করলে উপকার!

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৩ কার্তিক ১৪৩০, ০৮ নভেম্বর ২০২৩