দেখতে দেখতে এক বছর, ৩৬৫ দিন, এই তো সেই দিন! কবিতার আসরে এলাম।
আর এই আসায় আমাকে ফের কবিতায় নিয়ে আসে মাঝ খানে (প্রায় ১০ বছর) লেখা বন্ধ ছিল।

এখানে পেয়েছি এক পরিবার, অনেক গুণি কবি যাদের ভালবাসায় আমি বিমুগ্ধ। সহস্র ধন্যবাদ শুভেচ্ছা “বাংলা কবিতা ডট কম” অনেক অনেক ভালবাসা প্রিয় (এডমিন) পল্লব ভাই সহ- “বাংলা কবিতা ডট কম” পরিবারের সবাইকে।

জয় হউক বাংলা কবিতার, জয় হউক কবিতা ডট কম।