আজ থেকে ঠিক সাত বছর আগে আজকের দিন থেকে(২৫ ফেব্রুয়ারী ২০০৯ ইং) কাব্য প্রেমি একজন কবি “আশফাকুর রহমান পল্লব” ভাই, সাথে কবি স্ত্রী মৌসুমী ভাবীর উৎসাহে “বাংলা কবিতা ডট কম” এর যাত্রা শুরু। ধীরে ধীরে উন্নতির পথে আজ সর্ব শ্রেষ্ঠ আসনে “বাংলা কবিতা ডট কম”। সাহিত্য চর্চার সব চেয়ে বড় ওয়েব। হাজার হাজার কবি, লাখ পাঠকের পাদচারণায় মুখরিত কাব্য অরণ্য।
সকল কবি লেখক ও পাঠকের পক্ষ থেকে এডমিন পল্লব ভাই, মৌসুমী ভাবী ও উনার টিমের সবাইকে জন্মদিনের এই দিনে প্রাণডালা শুভেচ্ছা, ধন্যবাদ, ভালবাসা। “বাংলা কবিতা ডট কম” এর উজ্জ্বলতা কামনায়।
বাংলা কবিতা ডট কমের প্রথম কবিতা (আমার মনে হয় এটা হতে পারে যা এডমিন পল্লব ভাই লেখা-(প্রথম দিকে বিখ্যাত কবিদের কবিতায় সাজানো ছিল)
ছদ্মবেশী
পল্লব (৮ ফেব্রুয়ারী ২০১০ ইং)
ছদ্মবেশে আছেন তিনি বেশ,
টাক মাথা তার ঢেকে আছে
বেশ বাহারী কেশ।
দাড়ি-গোঁফে মুখটা ঢেকে
চলেন তিনি আপন সুখে,
ধরলে পুলিশ অমনি ফেলে
লাজলজ্জার লেশ
দৌড়ে পালান ছেড়ে আপন দেশ।
তথ্য-বিভিন্ন সময় এডমিন পল্লব ভাই এর পোষ্ট থেকে।