ওয়াও! প্রায় দীর্ঘ ১৫ ঘন্টা পর ফিরে এলাম নিজ ঘরে, আজ খুব খারাপ লেগেছে কতো বার যে চেষ্টা করেছি, ঘরের দরজা বন্ধ ছিল। আজ বুঝতে পেরেছি কতোটা অন্তর জুড়ে মিশে আছে বাংলা কবিতা ডট কম, এক পরিবার বলে এসেছি এতো দিন, আজ বুঝলাম তা ১০০% ঠিক, কিছুটা বিচ্ছেদ অনেকটা মজবুত করেছে এই বন্ধন। পরিবারের কর্তার জরুরী ভিত্তিক উদ্যেগে অল্প সময়ের ব্যবধানে সাজানো সংসারে ফিরে এলাম, অশেষ ধন্যবাদ পরিরার কর্তা এডমিন পল্লব ভাইকে। সবাইকে প্রাণ খুলে লেখার অনুরোধ রইল, সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল।
আলোচনাটি ১৪৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/০১/২০১৬, ১৬:৫৯ মি: