#মন্দের তালে
কালের কী দোষ মানুষ বেহুঁশ লোভ লালসার জালে,
মানবতা ভুলের খাতা দেশ চলে মন্দের তালে।

#?
'যতো দোষ নন্দ ঘোষ' কারণটা কী বলতে পারো?
অন্যায় করে পার পেয়ে যায় তারে যে না ধরো।

#রাজাকার
মন্দ দেখে দেশের কোথাও গর্জে যখন উঠো,
অপবাদে রাষ্ট্রদ্রোহী (প্রশ্ন)-? রাজাকার নয়তো!

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩