কে দেখাবে আলো আমায় এতো আঁধার মাঝে?
সব মানুষেই ডুবে আছে মন্দ পোশাক সাজে।
এইতো সেই দিন আলো ছিলো
মুক্তিকামী স্বাধীন দিলো,
চোরের খনি রয় না কিছুই ; চোর-ডাকাতের রাজে।


শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২৫ কার্তিক ১৪৩০, ১০ নভেম্বর ২০২৩