#পরিভ্রমণ
দেখলে তোমায় ভুলে যে যাই মনের যতো দুঃখ,
তোমার চক্রাকারেই পরিভ্রমণ তুমিই মুখ্য।
ভাবনাতে রোজ তুমিই থাকো
মনের কোণে আমায় রাখো,
আর কিছু না চাইবো আমি শুধুই তোমার সখ্য।
#জীবন বাজী
ধরতে রাজি জীবন বাজী ধরো যদি হাতে,
শতো আঘাত প্রতি ঘাতে থাকতে পারো সাথে।
এক আকাশ সুখ তোমায় দেবো
ঠোঁটের কোণের হাসি নেবো,
প্রেমের টানে বিশ্ব ধ্যান থাকবো দিনে-রাতে।
মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩