#দ্বীনের রজ্জু
পাপ যতো হউক ওজন ভারী পুণ্য তার অধিক,
আঁধার যতোই হউক না কালো একটু আলোয় ফিক।
তোমার দুঃখ দিনের শেষে-
সুখে উঠবে জীবন হেসে,
শক্ত করে দ্বীনের রজ্জু ধরলেই পাবে দিক।
#জান্নাতের আলো
এই দুনিয়া পরীক্ষার হল করলে কতো ভালো,
রেজাল্ট যখন বাম হাতে দেয় তখন জীবন কালো।
পাপের শাস্তি পেতেই হবে
পুণ্যতায় না, যখন র'বে,
অবশেষে হাসবে দেখে জান্নাতের-ই আলো।
#পরিতাপ
পাপ করেছো এই মনোভাব যখন তোমার হবে,
সত্য পথে পুণ্যের রথে সুন্দর জীবন তবে।
ক্ষুদ্র বালি সমান পুণ্য
শেষ বিচারে করবে ধন্য,
মাফ পেয়ে সব অবশেষে স্বর্গ সুখে রবে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ আশ্বিন ১৪৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩