জীবন যেমন সুখের নদী তেমন দুঃখের নহর,
যুদ্ধ করে চলতে হবে ফেলে কান্নার বহর।
আসবে বাধা লক্ষ হাজার
ফকির আমীর কিংবা রাজার,
যে সুখে তোর শান্তি মনে ধরিস (তারে) আসবে প্রহর।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩