ঘরে ফেরা স্বপ্ন যেমন যায় না তারে ধরা
কাজের খুঁজে প্রবাস জীবন তিলে-তিলে মরা।
কেমন ছিলো দেশের জীবন শুধুই ঘুরাঘুরি
বাবার হোটেল খাবার ছিলো যেনো স্বপ্নপুরী।
একটু আরো ভালো থাকার জন্য এই ঘর ছাড়া
কতোটুকু থাকলে ভালো? জীবন পাগলপারা।
বেতন পেলেই দেশে পাঠায় রাখে না আর হাতে,
ঠান্ডা বাসি খাবার খেয়ে অনেক দিন তার কাটে।
চাহিদা আর হচ্ছে না শেষ আর একটু যে চাই,
সন্তুষ্ট নয় পাগল এই মন; প্রাপ্য যদি পাই।
এইতো আর কয়টা দিন পরেই চলে যাবো বাড়ী
"এই কয়টা দিন" হয়না যে শেষ; আসে মরণ গাড়ী।
এক প্রবাসীর মনের কষ্ট যেতো যদি মাপা
কতো ওজন বয়ে বেড়ায় কতো দু:খ চাপা।
"ভালো আছি" এই কথাটি রোজই বলে যায়
শতো দু:খে হাসি মুখে ঘরের হাসি ফুটায়।
ঘর ছেড়ে যে পর করেছে; সব জীবনের আপন
ঘরহারা সে দেশহারা আজ অন্য কোনো জন।
সে প্রবাসে আজনবি আর দেশে বিদেশী
নিজ বাড়ীতে মেহমান হয়ে আসে প্রবাসী।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৬ আষাঢ় ১৪৩০, ১২ জুলাই ২০২৩