বৃষ্টিস্নাত কদমের ঘ্রাণ পাই না অনেক দিন
দূর প্রবাসে কেটে জীবন বাড়ছে শুধুই ঋণ !
মন ছুটে যায় গ্রামের মাঠে স্বপ্নে দেখি দেশ
শ্রমের দামে জীবন বেচে কিছুই নেই অশেষ ।
ঠোঁটের কোণে হাসি ফুটে থাকলে ভালো আপন
যার কারণেই যুদ্ধ চলে; দেশেই থাকে যে মন ।
শরীর থাকে কর্ম কামে মনটা থাকে দেশে
হাজার কষ্ট বুকে সয়ে শুধুই ভালোবেসে ।
একটু বেশি সুখের আশায় দুঃখের সাগর পাড়ি
যায় মুছে যায় গ্লানি যে সব যখন ফিরে বাড়ী ।।
০২ ভাদ্র ১৪২৬, ১৭ আগস্ট ২০১৯