#জানেও জান তুমি
তুমি আমার আকাশের চাঁদ সাত রাজারই ধন,
সকল ফুলের ঘ্রাণ যে তুমি আমারই জীবন।
যোগ্য তুমি সকল যুগে জানেও জান তুমি,
কতো তোমায় ভালোবাসি জানে অন্তর্যামী।
#প্যারোলে মুক্তি
কঠিন সময়ের স্রোতে যাচ্ছে মানুষ খাচ্ছে বিষে ভরা সব,
সুখ প্যারোলে মুক্তি চায় দুঃখের চলে কলরব।
মাথাটা একটু গুছার মাটি খুঁজে ক্লান্ত মানুষ
বারে-বারে হচ্ছে বেহুঁশ।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২১ ভাদ্র ১৪৩০, ০৫ সেপ্টেম্বর ২০২৩